বিশেষ প্রতিবেদক //
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর শাহবাগ, মৎস্য ভবন ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। অন্যদিকে চট্টগ্রাম মহানগরীতে মোতায়েন করা হয়েছে ৬ প্লাটুন বিজিবি।
মঙ্গলবার বিজিবির বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য নিশ্চিত করে।
বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আটকের প্রতিবাদে ঢাকা ও চট্টগ্রামে বিক্ষোভ কর্মসূচি রয়েছে।
সোমবার চিন্ময়কে আটকের খবর ছড়িয়ে পড়ার পর ঢাকা ও চট্টগ্রামে বিক্ষোভ শুরু করে সনাতন ধর্মাবলম্বীরা। চট্টগ্রামের জামালখানের চেরাগী মোড় বিক্ষোভ মিছিল করেছেন শত শত সনাতনীরা।
অন্যদিকে একই দাবি শাহবাগেও বিক্ষোভ হয়। বিক্ষোভের এক পর্যায়ে এতে হামলার অভিযোগ করেন সনাতনীরা।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.