ছবি-সংগৃহীত।
সুনামগঞ্জ প্রতিনিধি //
ছাত্রদের ওপর লিথাল ওয়েপন মারণাস্ত্র ব্যবহার করা যাবে না বলে মন্তব্য করেছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, সড়ক বন্ধ করে আন্দোলনের চেয়ে নির্দিষ্ট স্থানে আন্দোলন করাই উত্তম।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে নিয়ে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওড়ের ফসল রক্ষা বাঁধ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, সব কিছুর জন্য আন্দোলনের প্রয়োজন নেই। সরকার আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে আগ্রহী। শিক্ষার্থীরা নিজেদের মধ্যে আলোচনা করে সমস্যার সমাধান করতে পারে। ছাত্রদের প্রতিনিধিদেরও সংকট নিরসনে ভূমিকা রাখা উচিত। রাস্তায় নামার প্রয়োজন নেই, এ ব্যাপারে ছাত্রদের অনুরোধ করছি।
এ সময় বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, হাওড়ের বাঁধ ভেঙে যেন ফসলের ক্ষতি না হয়, তা দেখতে এসেছি। হাওড়ের পরিবেশ রক্ষা করে পর্যটন শিল্পের বিকাশ করতে হবে। বর্তমানে হাওড়ে অনেক পানি রয়েছে। পানি না কমলে বাঁধের কাজ শুরু করা যাবে না। প্রকল্প বাস্তবায়নে নীতিমালা প্রকৃতি মেনে চলে না।
পরে দুই উপদেষ্টা মাটিয়ান ও টাংগুয়ার হাওড়ের বাঁধ পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.