• ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

‘জনবান্ধব পুলিশ বাহিনী গড়তে আইন ও বিধির সংস্কার জরুরি’

admin
প্রকাশিত ২৬ নভেম্বর, মঙ্গলবার, ২০২৪ ১৭:৪৯:১৪
‘জনবান্ধব পুলিশ বাহিনী গড়তে আইন ও বিধির সংস্কার জরুরি’

খুলনা প্রতিনিধি //


খুলনায় পুলিশ রিফর্ম বিষয়ক নাগরিক পরামর্শ সভায় বক্তারা বলেছেন, ঔপনিবেশিক আমলের পুলিশ আইন এবং বিধিমালা দিয়ে জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তোলা যাবে না। জনবান্ধব পুলিশ বাহিনী গড়তে আইন ও বিধির সংস্কার জরুরি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফলে রাজনৈতিক সরকারের পতনের পর রাষ্ট্রীয় অনেক ক্ষেত্রে সংস্কারের যে সুযোগ সৃষ্টি হয়েছে তা কাজে লাগাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এই সুযোগ হাতছাড়া হলে জাতিকে অনেক মূল্য দিতে হবে।

মঙ্গলবার সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর-এর আয়োজনে নগরীর শিববাড়ী মোড়স্থ হোটেল সিটি ইন-এই পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্র সংস্কার কর্মসূচীর উদ্যোগের মধ্যে অন্যতম, বাংলাদেশ পুলিশ বাহিনী সংস্কার। এই কাজে সহযোগিতা করতে সুন্দরবন অঞ্চলের বিভিন্ন পেশা ও সম্প্রদায়ের নাগরিকদের অভিমত ও সুপারিশ সংগ্রহ এবং লিপিবদ্ধ করতে এই পরামর্শ সভার আয়োজন করা হয়।
সভায় বিশেষ অতিথি ছিলেন খুলনার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বিপুল শাহরিয়ার এবং খুলনা প্রেস ক্লাবের সদস্য সচিব রাফিউল ইসলাম টুটুল।

অধ্যাপক আনোয়ারুল কাদিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তৃতা করেন রূপান্তর-এর নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন। রূপান্তর-এর নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ অনুষ্ঠানের শেষে সকলকে ধন্যবাদ জানান।

সভায় পরামর্শ উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পুনম চক্রবর্তী, আইনজীবী মোমিনুল ইসলাম ও মাসুম বিল্লাহ, সাংবাদিক গাজী মনির আহমেদ, প্রবীর বিশ্বাস, নাগরিক নেতা সৈয়দ আলী হাফিজ, ইকবাল হাসান তুহিন, আনোয়ারুল ইসলাম আনু, ঝুমুর, সুমাইয়া আক্তার, শিক্ষার্থী খাদিজাতুল কুবরা ও আলভী প্রমুখ।

বক্তারা বলেন, নির্বাচিত জনপ্রতিনিধিরা ক্ষমতায় গিয়ে পুলিশকে দলীয় লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করেন। এটা কাম্য নয়। ৫ আগস্টের ছাত্র-জনতার বিজয়ে সমাজকে বদলে দেবার যে সুযোগ সৃষ্টি হয়েছে তা’ যে কোন মূল্যে কাজে লাগাতে হবে। পুলিশ জনগণের সেবক হলেই একটি শান্তিময় সমাজ প্রতিষ্ঠিত হবে।