স্টাফ রির্পোটার, মৌলভীবাজার //
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ভারতীয় মদ ও চোলাই মদসহ সহ এক মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) মৌলভীবাজার জেলার কমলগঞ্জে ডিবর এসআই এইচ এম মাহমুদুর রহমান এর নেতৃত্বে ডিবির একটি টিম অভিযান চালিয়ে উপজেলার সীমান্তবর্তী ধলই চাবাগান থেকে ভারতীয় ১৪ বোতল মদ ও সাড়ে ১০লিটার চোলাই মদসহ মাদক কারবারি রমেশ রবিদাস (২৭) কে আটক করেন।
আটককৃত রমেশ রবিদাস ধলই চা বাগানের গঙ্গারাম রবিদাসের ছেলে।
এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.