• ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৯ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

শাহপরাণে দুইপক্ষের সংঘর্ষে যুবদলকর্মী নিহত

admin
প্রকাশিত ২৬ নভেম্বর, মঙ্গলবার, ২০২৪ ১৯:১০:৪৭
শাহপরাণে দুইপক্ষের সংঘর্ষে যুবদলকর্মী নিহত

নিহত বিলাল আহমদ, ছবি-সংগৃহীত।
স্টাফ রির্পোটার, সিলেট //


সিলেটের শাহপরাণ এলাকার বাহুবলে দুই পক্ষের মধ্যে আধিপাত্য বিস্তার নিয়ে এক যুবদলকর্মী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটে গতকাল সোমবার রাত আনুমানিক দশটার দিকে। এ ঘটনায় তাৎক্ষণিখ ভাবে ৬ জনকে আটক করেছে পুলিশ। তদন্তের স্বার্থে কারো নাম প্রকাশ করা হচ্ছেনা।

নিহত ব্যক্তি হলেন- শাহপরাণ (রহঃ) থানার বাহুবল আবাসিক এলাকার বহর গ্রামের জহুরুল ইসলামের ছেলে বিলাল আহমদ মুন্সী (৩৪)। তিনি পেশায় একজন রং মিস্ত্রি ছিলেন।

জানা গেছে, দীর্ঘদিন থেকে বাহুবল এলাকার সাবেক সভাপতি টেম্পু মঈন ও ইসলামাবাদ কুমারগাঁওয়ের দুই পক্ষের মধ্যে আধিপাত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। সোমবার সন্ধ্যায় তাদের মধ্যে উত্তেজনা দেখা দিলে ঘটনার খবর পেয়ে শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ মনির ও শাহপরাণ (রহঃ) তদন্ত কেন্দ্রের আইসি সানাউল সঙ্গীয় ফোর্স নিয়ে সরেজমিন গিয়ে পরিস্থিতি শান্ত করেন। পরবর্তীতে ফের রাত দশটার দিকে তারা সংঘর্ষে জড়িয়ে পড়লে কুমারগাঁও পক্ষের বিলাল নামক ব্যক্তি মারা যান। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে বিলাল আহমদ একজন যুবদলকর্মী ছিলেন। এ রির্পোট লেখা পর্যন্ত্য থানায় কোন মামলা দায়ের করা হয়নি।

এ বিষয়ে জানতে শাহপরাণ (রহঃ) থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি দ্য ডেইলিমর্নিংসান’কে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ সাথে সাথে ৬ জনকে আটক করতে সক্ষম হয়েছে। ঘটনার সাথে আরও যারা জড়িত রয়েছে তাদের আটকে অভিযান অব্যাহত রয়েছে। এসময় তিনি বলেন, নিহতের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।