সিলেট প্রতিনিধি //
সিলেটের পর্যটন এলাকা জাফলংয়ে স্বামী হত্যাকান্ড মামলায় কথিত প্রেমিক ও তার সহযোগীদের ফাঁসির আদেশ প্রদান করেছেন আদালত। বৃহস্পতিবার (২৮ নভেম্বর সকালে এই আদেশ প্রদান করেন সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪ এর বিচারক শায়লা শারমিন। এসময় বেঞ্চ সহকারী হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ৪ এর বিচারক মো. কবির হোসেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- খুশনাহার (২২), মাহমুদুল হাসান (২২) ও নাদিম আহমদ নাইম (১৯)। এবিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পিপি আইনজীবী মো. জালাল উদ্দীন।
পুলিশ ও আদালত সুত্রে জানা যায়, ২০২৩ সালের ১৬ এপ্রিল গোয়াইনঘাটে রিভারভিউ হোটেলের ড্রেনে আল ইমরান নামের এক পর্যটকের মরদেহ পাওয়া যায়। পরে লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর পালিয়ে যায় তার স্ত্রী খুশনাহার বেগম।
পুলিশ আরো জানায়, নিহতের স্ত্রীর সাথে মাহমুদুল হাসান নামে এক যুবকের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিলো। এর জের ধরে আল ইমরানকে ঘুমের ঔষধ খাইয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে তারা।
নিহত আল ইমরান কিশোরগঞ্জের নিকলির গুরই ইউনিয়নের আব্দুল জব্বারের ছেলে। সে সময় স্ত্রীসহ সিলেটের জাফলং বেড়াতে এসে স্থানীয় রিভারভিউ আবাসিক হোটেলে ওঠেন তিনি। পরে এ ঘটনায় নিহতের পিতা বাদি হয়ে গোয়াইনঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ কথিত প্রেমিক মাহমুদুল হাসন ও তার সহযোগী নাদিমকেও গ্রেফতার করতে সক্ষম হয়।
এ বিষয় পিপি এডভোকেট জালাল উদ্দীন, রায়ের সময় আসামির আদালতে উপস্থিত ছিলেন। এ হত্যাকাণ্ডের সাথে জড়িত আরেক আসামি আব্দুর রকিব নাবালক হওয়ায় তার বিচারকার্য শিশু আদালতে হচ্ছে। এ রায়ে আমরা সন্তুষ্ট।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.