• ২৫শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ৩০শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

পঞ্চগড়ে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

admin
প্রকাশিত ২৮ নভেম্বর, বৃহস্পতিবার, ২০২৪ ১৪:৫৮:১১
পঞ্চগড়ে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

ফাইল ছবি।
পঞ্চগড় প্রতিনিধি //


দেশের পঞ্চগড়ে আজ সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার কার্যালয় এ তাপমাত্রা রেকর্ড করে।

পঞ্চগড়ের প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, গত তিনদিন মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রির মধ্যে রেকর্ড হলেও বৃহস্পতিবার ভোর ৬টায় তাপমাত্রা আরো কমে হয়েছে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এখন দিন যত যাবে তাপমাত্রা আরও কমতে থাকবে।

আজ ভোর থেকে বিভিন্ন স্থানে কুয়াশা ভেদ করে সূর্যের কিরণ ছড়ালেও কনকনে শীত অনুভূত হচ্ছে। তবে শীত উপেক্ষা করেই নিজ নিজ কর্মে যেতে দেখা গেছে পাথর শ্রমিক, দিনমজুর, চা শ্রমিকসহ বিভিন্ন শ্রমজীবী মানুষদের।