মৌলভীবাজার প্রতিনিধি //
আগামী ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে মৌলভীবাজার প্রেসক্লাব মিলনায়তনে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) সহসভাপতি ডা: আবু মুহিত চৌধূরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন (দুদক) সিলেট বিভাগীয় পরিচালক মোহাম্মদ ইব্রাহিম।
জেলা দুপ্রকের সাধারণ সম্পাদক এডভোকেট শাহ আখলাকুল আম্বিয়ার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফজলুর রহমান, দুদকের হবিগঞ্জ জেলার সমন্বনিত জেলা উপ-পরিচালক মোহাম্মদ এরশাদ মিয়া। এছাড়াও সভায় বক্তব্য রাখেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি শ্রীমঙ্গলের সভাপতি প্রবীণ সাংবাদিক সৈয়দ নেসার আহমদ, জুড়ী উপজেলা সভাপতি মোহাম্মদ তাজুল ইসলাম, রাজনগর সভাপতি ডা: মোহাম্মদ জিল্লুল হক, বড়লেখা সাধারণ সম্পাদক মোহাম্মদ রিয়াজুল ইসলাম, কমলগঞ্জে সহসভাপতি সাংবাদিক মো. আব্দুল হান্নান চিনু ও কুলাউড়া সাধারণ সম্পাদক অধ্যক্ষ ফয়জুর রহমান প্রমুখ।
সভায় আগামী ৯ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন ও সাংগঠনিক বিষয়ে আলোচনা করা হয়। আলোচনা সভায় মৌলভীবাজার জেলার প্রতিটি উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি, সম্পাদকসহ বিভিন্ন স্থরের সদস্যরা উপস্থিত ছিলেন। সভা শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন বাংলাদেশ টেলিভিশন ও এটিএন বাংলার ভাষ্যকার ক্কারী জামান আহমদ কাসেমি।