ফাইল ছবি।
ঢাকা //
নতুন নির্বাচন কমিশনের (ইসি) প্রথম কমিশন সভা আজ সোমবার (২ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। ১৪তম নির্বাচন কমিশন হিসেবে এ এম এম নাসির উদ্দীনসহ আরও চার কমিশনার ইসির দায়িত্ব নেন।
জানা গেছে, আজ সোমবার বেলা ১১ টায় আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে সিইসির সভা কক্ষে ১৪ তম নির্বাচন কমিশনের প্রথম কমিশন সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। সভায় চারজন নির্বাচন কমিশনার, ইসি সচিব, অতিরিক্ত সচিবসহ নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
সভায় যেসব বিষয়ে আলোচনা হবে - নির্বাচন কমিশন (কার্যপ্রণালি) বিধিমালা ২০১০ এর বিধি ৩ (২) এর বিধান অনুযায়ী কমিশনের বিভিন্ন কার্যক্রম নিষ্পন্নের জন্য চারজন নির্বাচন কমিশনারের নেতৃত্বে পৃথক চারটি কমিটি গঠন। ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি প্রণয়ন। জাতীয় সংসদের সীমানা নির্ধারণ সংক্রান্ত প্রাপ্ত আপত্তিসমূহের বিষয়ে কমিশনকে অবহিতকরণ এবং বিবিধ।
এর আগে, প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সাবেক সচিব এ এম এম নাসির উদ্দীন নিয়োগ পান।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.