• ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বিশেষ সভা ডাকলেন প্রধান বিচারপতি

admin
প্রকাশিত ০২ ডিসেম্বর, সোমবার, ২০২৪ ০২:০৮:১৬
বিশেষ সভা ডাকলেন প্রধান বিচারপতি

ফাইল ছবি
আদালত প্রতিবেদক //


সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে বিশেষ সভা আহ্বান করেছেন প্রধান বিচারপতি। আগামীকাল মঙ্গলবার বিকেল ৪টায় সুপ্রিম কোর্টের মূল ভবনের জাজেস লাউঞ্জে এ সভা অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে রোববার সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে একটি স্মারক জারি করা হয়েছে। সুপ্রিম কোর্ট সূত্রে জানা গেছে, রাজধানীর ১৯ নম্বর হেয়ার রোডে অবস্থিত প্রধান বিচারপতির বাসভবনকে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষণার কার্যক্রম শুরু হয়েছে। এটি প্রত্নতত্ত্ব অধিদফতরে হস্তান্তরের বিষয়ে সভায় প্রস্তাব উত্থাপনের পাশাপাশি বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।

প্রসঙ্গত, ১৯০৫ সালে বঙ্গভঙ্গ ঘোষণার পরিপ্রেক্ষিতে নবগঠিত পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের রাজধানী ঢাকাতে স্থানান্তরিত হলে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের জন্য যেসব আবাসিক ভবন নির্মাণ করা হয়েছিল, তার মধ্যে ১৯ হেয়ার রোডে বাংলাদেশের প্রধান বিচারপতির বর্তমান বাসভবনটি অন্যতম। ১৯০৮ সালে নির্মিত অনন্য এ স্থাপনার নির্মাণশৈলীতে মোগল ও ইউরোপীয় ধ্রুপদী স্থাপত্যরীতির মিশ্রণ পরিলক্ষিত হয়।

১৯১১ সালে বঙ্গভঙ্গ রদ হয়ে যাওয়ার পর এই ভবনটি বিভিন্ন সময়ে বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহৃত হলেও ১৯৫০ সালের শুরু হতে এটি প্রধান বিচারপতির বাসভবন হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। শতবর্ষী এ স্থাপনাটি সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষিত হলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে এটির গুরুত্ব ও ঐতিহ্য তুলে ধরতে সহায়ক ভূমিকা পালন করবে।