মৌলভীবাজার (শ্রীমঙ্গল) প্রতিনিধি //
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সরকারি কলেজসহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের সামন থেকে পৌরসভার ময়লার ভাগাড় অন্যত্র স্থানান্তরের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। এসময় তারা ২০ দিনের মধ্যে ময়লার ভাগাড় স্থানান্তর করা না হলে শিক্ষার্থী এবং স্থানীয়রা আবারও আন্দোলনে যাওয়ার ঘোষণা দেয়।
রোববার (১ ডিসেম্বর) দুপুরে শ্রীমঙ্গল সরকারী কলেজ, দি বাডস্ রেসিডেন্সিয়্যাল মডেল স্কুল এন্ড কলেজ ও গাউছিয়া শফিকিয়া সুন্নিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা মানববন্ধন আয়োজন করেন। মানববন্ধনে শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়রা অংশ নেয়।
শিক্ষার্থীদের মানববন্ধনের খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন, খুব দ্রুত সময়ের মধ্যে বিষয়টি সমাধানের চেষ্টা করবেন।
শিক্ষার্থী জাকারিয়া, উৎস, নুরুল আমিন ও নাফিজাসহ শিক্ষার্থীরা জানান, এর আগেও বিভিন্ন ধরণের আশারবাণী শুনেছেন তারা। কাজের কাজ কিছুই হয়নি। অনেকে কথা দিলেও সরানো হয়নি ময়লার ভাগাড়।
অংশগ্রহণকারী শিক্ষক বাংলা বিভাগের প্রধান মো. সাইফুল ইসলাম জানান, এটা দীর্ঘদিনের দাবি। বিভিন্ন সময় ডিসিসহ স্থানীয় কর্মকর্তারা বিভিন্ন আশ্বাস দিলেও আজ পর্যন্ত সেটা পুরণ হয়নি। তাই শিক্ষার্থীরা আবারও আন্দোলনে নামতে হয়েছে। তিনি দ্রুত এর সমাধান চান।