• ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

চোরাই পণ্য ছিনিয়ে নিতে বিজিবি’র উপর হামলা করলও চোরাকারবারীরা

admin
প্রকাশিত ০৩ ডিসেম্বর, মঙ্গলবার, ২০২৪ ১৬:২১:০৩
চোরাই পণ্য ছিনিয়ে নিতে বিজিবি’র উপর হামলা করলও চোরাকারবারীরা

প্রতীকী ছবি।
প্রেস সংবাদ //


সুনামগঞ্জ জেলা সীমান্ত এলাকায় জব্দ করা চোরাই পণ্য ছিনিয়ে নিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের ওপর চোরাকারবারিদের হামলার ঘটনা ঘটেছে। এতে দুই বিজিবি সদস্য আহত হয়েছেন। তবে এ ঘটনার পর দুই চোরাকারবারিকে আটক করা হয়েছে।

গতকাল সোমবার (২ ডিসেম্বর) মধ্যরাতে সুনামগঞ্জের বাংলাবাজার সীমান্তে এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা যায়, সোমবার রাতে সুনামগঞ্জের বাংলাবাজার সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় রসুন জব্দ করে বিজিবি। জব্দ করা রসুন ছিনিয়ে নিতে বাংলাবাজার বিওপি টহলদারিতে হামলা চালায় চোরাকারবারীরা। বিজিবি টহল সাহসিকতার সাথে পরিস্থিতি পরিচালনা করে এবং তাদের সেই জিনিসগুলি ছিনিয়ে নিতে দেয়নি। এতে দুই বিজিবি সদস্য আহত হন। এ ঘটনার পর দুই চোরাকারবারিকে আটক করে থানায় পাঠানো হয়েছে।

সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করবেন তিনি।