• ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

উত্তম মধ্যম দিয়ে ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকে থানায় সোর্পদ

admin
প্রকাশিত ০৪ ডিসেম্বর, বুধবার, ২০২৪ ১৪:১৩:৪৮
উত্তম মধ্যম দিয়ে ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকে থানায় সোর্পদ

স্টাফ রির্পোটার, হবিগঞ্জ //


হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাদেক মেম্বার (৪০)’কে আটক করেছে জনতা। পরে তাকে উত্তম মধ্যম দিয়ে সদর থানায় সোর্পদ করা হয়। সে ধুলিয়াখাল গ্রামের বাসিন্দা। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ঘুরাঘুরি করার সময় ছাত্র জনতা তাকে আটক পুলিশে দেয়।

জানা যায়, ৪ আগষ্ট ছাত্র আন্দোলনে আওয়ামী লীগের পক্ষে লাঠিসোটা নিয়ে অংশ নেন। ভিডিও দেখে তাকে সনাক্ত করে। পুলিশ জানায়, শহরের সিনেমা হল এলাকার বিএনপি অফিস ভাংচুর ও অগ্নিসংযোগ মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে। সদর ওসি আলমগীর কবির বলেন, ছাত্র জনতা তাকে থানায় দিয়েছে। তাহির বাদি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হবে।