• ১০ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই সফর, ১৪৪৭ হিজরি

শ্রীমঙ্গলে ডিবির অভিযান ফেন্সিডিলসহ আটক ১

admin
প্রকাশিত ০৪ ডিসেম্বর, বুধবার, ২০২৪ ১৪:০০:৫১
শ্রীমঙ্গলে ডিবির অভিযান ফেন্সিডিলসহ আটক ১

মৌলভীবাজার প্রতিনিধি //


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে।

মঙ্গলবার (৪ ডিসেম্বর) রাতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এসআই এইচ এম মাহমুদুর রহমান এর নেতৃত্বে ডিবির একটি টিম অভিযান চালিয়ে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকার ঢাকা-সিলেট আঞ্চলিক রোড থেকে জাহাঙ্গীর মিয়া (৪০) নামের এক মাদক কারবারিকে আটক করেন। এসময় আটককৃত জাহাঙ্গীর মিয়ার সাথে থাকা একটি ব্যাগ তল্লাশী করে ৪৫পিস ফেন্সিডিল উদ্ধার করেন ডিবি সদস্যরা। আটককৃত জাহাঙ্গীর হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার টেকেরঘাট গ্রামের মওদ আলির ছেলে।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কাশেম সরকার জানান, আটককৃদ জাহাঙ্গীর হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে মৌলভীবাজার নিয়ে আসছিল। তার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।’