শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি //
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সরকারি জমিতে পুকুর খননের বাধা দেওয়ায় দুর্বৃত্তের হামলায় আহত হয়েছেন ভূমি অফিসের দুই সদস্য।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) বেলা ১২টার দিকে শ্রীমঙ্গল শহরের পৌর এলাকার জালালিয়া রোড দক্ষিণ (ছড়া সংলগ্ন) এলাকায় এ ঘটনা ঘটে।
ভুমি অফিসের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, শহরের জালালিয়া রোড দক্ষিণ (ছড়া সংলগ্ন) এলাকায় সরকারি ভূমিতে স্থানীয় মিজাম মিয়ার পুত্র রশিদ মিয়া, চৌধূরী মিয়া ও রাসেল মিয়া গংরা পুকুর খনন করছে এমন খকরে ভূমি কর্মকর্তার নির্দেশে তারা সরেজমির পরিদর্শনে গিয়ে
পুকুরটি খনন করতে নিষেধ করেন। এরপর তারা ঘটনাস্থল থেকে ফিরে আসার পথে দুর্বৃত্তরা তাদের উপর হামলা চালায়। এ ঘটনায় শ্রীমঙ্গল সদর ভূমি অফিসের সহকারী কর্মকর্তা শরদিন্দু দত্ত ও শ্রীমঙ্গল ভূমি অফিসের সায়রাত শেখ সুলতান আহমদ (ইব্রাহিম) আহত হন।
এ ব্যাপারে শ্রীমঙ্গল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস জানান, খবর পেয়ে তিনি ও শ্রীমঙ্গল থানা ওসি (অপারেশন) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রাণে মারার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে। তাই সরকারী কাজে বাধা ও সরকারী কর্মকর্তাদের উপর হামলার ঘটনায় মামলার প্রস্তুুতি চলছে।