ছবি-সংগৃহীত।
স্টাফ রির্পোটার, সিলেট //
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১১ পিস স্বর্ণের বার জব্দ করেছে কাস্টমস কতৃপক্ষ। দুবাই থেকে আসা বিমানের একটি ফ্লাইট (বিজি-২৪৮)-এর ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় এই বারগুলো উদ্ধার করা হয়।
বুধবার (৪ ডিসেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটের দিকে বিমানে পরিত্যক্ত থাকা অবস্থায় স্বর্ণের বার উদ্ধার করে কাস্টমস কতৃপক্ষ। জব্দকৃত স্বর্ণের বারের ওজন ১ কেজি ২৮৩ গ্রাম। যার বাজার মূল্য আনূমানিক প্রায় দেড় কোটি টাকা। এসময় কাউকে আটক করা যায়নি।
এ বিষয়ের সত্যতা দ্য ডেইলিমর্নিংসান'কে নিশ্চিত করেছেন কাস্টমস বিভাগের ওসমানী বিমানবন্দর এয়ারফ্রেডের সহকারী কমিশনার (চলতি দায়িত্ব) বিকাশ চন্দ্র দেবনাথ।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.