• ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

কুশিয়ারা নদীতে অবৈধ বালু উত্তোলন, সংবাদ প্রকাশের পর প্রশাসনকে ম্যানেজের অপচেষ্টা!

admin
প্রকাশিত ০৫ ডিসেম্বর, বৃহস্পতিবার, ২০২৪ ১৬:৪৭:০০
কুশিয়ারা নদীতে অবৈধ বালু উত্তোলন, সংবাদ প্রকাশের পর প্রশাসনকে ম্যানেজের অপচেষ্টা!

জুয়েল চৌধুরী, জেলা প্রতিনিধি হবিগঞ্জ //


হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ৫নং দৌলতপুর ইউনিয়নের হিলাল নগর ও তেলঘরি গ্রামের মধ্যবর্তী এলাকা থেকে চলছে অবৈধ ভাবে বালু উত্তোলন। দিন রাত অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু তোলার কারণে হুমকির মুখে রয়েছে নদী পারের শত শত ক্ষেত ও ফসলি জমি। এছাড়াও অবাধে বালু তোলার কারণে ভেঙে যাচ্ছে এলাকার রাস্তা ঘাট, বিলীন হচ্ছে ঘর বাড়ি। এরকম একটি সংবাদ দ্য ডেইলিমর্নিংসান পত্রিকায় প্রকাশের পর টনক নড়ে প্রশাসনের কিন্তু রহস্যজনক কারনে এখনও থামেনি বালু উত্তোলনের মহোৎসব। তবে একটি সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে সংবাদ প্রকাশি হওয়ার পরে স্থানীয় কিছু প্রশাসনের অসাধু কর্তাব্যক্তিদের হাত করে চলছে এই রমরমা বাণিজ্য।

জানা যায়- হিলাল নগর ও তেলঘরি গ্রামের মধ্যবর্তী এলাকায় দীর্ঘদিন যাবত ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে আসছে স্থানীয় একটি প্রভাবশালী চক্র। আর এ চক্রের নেতৃত্বে রয়েছে আওয়ামী লীগ কর্মী নুর আলম, সুমন মিয়া, হিফজুর রহমান ও কাজল সহ আঈ এলাকার আরো কিছু প্রভাবশালী ব্যক্তি।

সংবাদ প্রকাশ এর পরে তারা প্রশাসন কে ম্যানেজ এর চেষ্টা চালাচ্ছে।

খোঁজ নিযে জানা গেছে, চক্রটি এলাকায় আধিপত্য বিস্তার করে রেখেছে। তাদের বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পায় না। তারা দীর্ঘদিন যাবত অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করে আসলেও কথা বলার সাহস নেই কারো। আবার কোন কোন ব্যক্তি কথা বললেও তাদের উপর নেমে আসে নির্যাতন। দিনের পর দিন অবৈধভাবে বালু উত্তোলন করে চক্রটি আঙ্গুল ফুলে কলাগাছ বনে গেলেও সরকার হারাচ্ছে বিপুল পরিমান রাজস্ব। এমতাবস্থায় এলাকাবাসির স্বার্থে অবৈধ ভাবে বালু উত্তোলনের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবী।