মৌলভীবাজার প্রতিনিধি //
মৌলভীবাজারে পুলিশ এসল্ট মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপি, যুবদল- ছাত্রদলের বেশ কয়েকজন নেতাকর্মী।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান এর আদালত এ রায় দেন।
জানা যায়, ২০১৮ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সিলেট হযরত শাহজালাল (রঃ) মাজারে জিয়ারত করতে আসলে শেরপুরে মৌলভীবাজার জেলা বি এন পি, যুবদল, ছাত্রদল অভিনন্দন জানাতে হাজার হাজার নেতাকর্মী জড়ো হয়, এসময় পুলিশের হামলায় সংঘর্ষ শুরু হয়। এই ঘটনায় প্রায় ৭০ জনকে আসামি করে মামলা হয়। দীর্ঘদিন মামলা চলাকালে ৯ আসামিকে বিচারের জন্য রেখে বাকীদের অব্যাহতি দেওয়া হয়। এই মামলা জি আর ২৯/১৮ রায় প্রদান করা হয়। রায়ে আসামি জি এম মোক্তাদীর রাজু, গাজি মারুফ মিয়া, সারওয়ার মজুমদার ইমন, সিরাজুল ইসলাম, আফিয়ান চৌধুরী শিপু, মাহফুজুর রহমানসহ আন্যান্যদের খালাস দেওয়া হয়। এ মামলার প্রধান আসামী সাবেক চেয়ারম্যান রাজা মিয়া ইতোপূর্বে মৃত্যুবরণ করেন।