• ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

রাজনৈতিকভাবে পুলিশকে ব্যবহার বন্ধে সংস্কার কমিশন কাজ করছে: আইজিপি

admin
প্রকাশিত ০৫ ডিসেম্বর, বৃহস্পতিবার, ২০২৪ ১৭:১৭:০৫
রাজনৈতিকভাবে পুলিশকে ব্যবহার বন্ধে সংস্কার কমিশন কাজ করছে: আইজিপি

ঢাকা //


অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে ও পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার বন্ধে পুলিশ সংস্কার কমিশন কাজ করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশপ্রধান।

আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আইজিপি বলেন, “আমিসহ আমার পুরো বাহিনীর দাবি পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার বন্ধ করতে হবে। আশার বিষয় হলো, পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার বন্ধে পুলিশ সংস্কার কমিশন কাজ করছে।

অপর এক প্রশ্নের জবাবে পুলিশপ্রধান বলেন, “পুলিশের মনোবল বাড়ানোর কাজ চলমান রয়েছে।”

এছাড়া পুলিশ সদর দপ্তর থেকে অবাধ তথ্যপ্রাপ্তির বিষয়টি নিশ্চিত করার কথাও জানান তিনি।
৫ আগস্টের পর পুলিশ অত্যন্ত চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে উল্লেখ করে আইজিপি বলেন, “দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা আমার প্রধান দায়িত্ব।”

পুলিশের মনোবল ও আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে কাজ চলছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, “নিরীহ মানুষ হয়রানির শিকার হচ্ছে, বাণিজ্য হচ্ছে, প্রতারণা হচ্ছে, ৫ আগস্ট ঘিরে এসব হচ্ছে। পাইকারি হারে গ্রেপ্তার করা যাবে না।”

“সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করা হলে জনবান্ধব পুলিশ বাহিনী হয়ে উঠবে বলে বিশ্বাস করেন আইজিপি। বলেন, “অবাধ, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে পুলিশ বাহিনী কাজ করছে।”
পুলিশের কতজন সদস্য গণহত্যায় জড়িত জানতে চাইলে আইজিপি বলেন, “এখনই এই সংখ্যা বলা যাচ্ছে না। তবে তাদের সংখ্যা নিশ্চিত করা হবে এবং চিহ্নিত করা হবে।”
গণহত্যায় জড়িত নয়— এমন অনেক নিরীহ পুলিশ সদস্যকেও আসামি করা হয়েছে বলে উল্লেখ করেন আইজিপি।