শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি //
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রাজনৈতিক, জনপ্রতিনিধি ও সামাজিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইসলাম উদ্দিন।
বুধবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তন হলরুমে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউএনও মো. ইসলাম উদ্দিন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম।
সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক মো. ইয়াকুব আলী, শ্রীমঙ্গল জামায়াতের আমীর ইসমাইল হোসেন, সেক্রেটারী মো. আশরাফুল ইসলাম কামরুল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. তাজ উদ্দিন তাজু, সদর ইউপি চেয়ারম্যান মো. দুধু মিয়া, সচেতন নাগরিক কমিটি’র (সনাক) সভাপতি দীপেন্দ্র ভট্টাচার্য, দুর্নীতি প্রতিরোধ কমিটি’র (দুপ্রক) সভাপতি সৈয়দ নেছার আহমেদ, ব্যবসায়ী সমিতির সভাপতি এ এস এম ইয়াহিয়া, সাবেক জেলা পরিষদ সদস্য হেলেনা চৌধুরী, মশিউর রহমান রিপন, কালাপুর ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল মতলিব, মির্জাপুর ইউপি চেয়ারম্যান মোঃ মিছলু আহমেদ চৌধুরী, রেলওয়ে থানার এসআই আশিকুর রহমান, টুরিস্ট পুলিশের এসআই পলাশ, পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক মো. আব্দুর রহিম, সাবেক কাউন্সিলর মীর এম এ সালাম, শ্রীমঙ্গল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আ ফ ম আব্দুল হাই ডন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত রবিন, যুগ্ন সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান, সাংবাদিক শামীম আক্তার হোসেন, মো. আব্দুস শুকুর, সাংবাদিক মো. শফিকুল ইসলাম রুম্মন, প্রমুখ। সভায় দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন ইউএনও মো. ইসলাম উদ্দিন।
মো. ইসলাম উদ্দিন শ্রীমঙ্গল উপজেলায় ইউএনও হিসেবে গত ২৮ ডিসেম্বর যোগদান করেন। তিনি বিসিএস ৩৬ ব্যাচের কর্মকর্তা। এর আগে তিনি সিলেট বিভাগীয় কমিশনারের সিনিয়র সহকারি কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাড়ি সিলেট জেলায়।