• ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

দক্ষিণ সুরমায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

admin
প্রকাশিত ০৭ ডিসেম্বর, শনিবার, ২০২৪ ১৯:১৬:৫০
দক্ষিণ সুরমায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

প্রতীকী ছবি।
স্টাফ রির্পোটার, সিলেট //


সিলেটের দক্ষিণ সুরমায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত ব্যক্তি মারা গেছেন। শনিবার (৭ ডিসেম্বর) সকাল ৬টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধীন প্রগতি সিএনজি ফিলিং স্টেশনের সামনে রেল লাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহতের বয়স আনুমানিক ৪০ বছর।

পরে ঘটনার খবর পেয়ে সিলেট রেলওয়ে থানাপুলিশ সরেজমিন পৌছে নিহতের লাশ উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতল মর্গে প্রেরণ করে।

সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কুদ্দুস বলেন- লোকটি মানসিক ভারসাম্যহীন ছিল। লাশটির পরিচয় শনাক্তে পুলিশ ও সিআইডি টিম কাজ করছে। লাশের ময়না তদন্ত হবে। পরিবারের সন্ধান পেলে লাশ তাদের কাছে হস্তান্তর করা হবে।