ছবি-সংগৃহীত।
ঢাকা //
পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, মানুষের টাকা ব্যাংকে থাকলেও ব্যাংকের টাকা বাইরে চলে গেছে। তিনি উল্লেখ করেন, বড় বড় কোম্পানিগুলোর টাকা ব্যালেন্স শিটে রয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে দেশের ভেতরে কোনো টাকা নেই।
আজ শনিবার (৭ ডিসেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) আয়োজিত এক সম্মেলনে এ কথা বলেন তিনি।
বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ইন্দরমিত এস গিল অনুষ্ঠানে বলেন, মধ্যম আয়ের ফাঁদ থেকে বের হতে বিনিয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টির ওপর মনোযোগ দিতে হবে। তিনি জানান, উদ্যোক্তা তৈরি এবং প্রযুক্তির ব্যবহার বাড়ানোর দিকে বিশেষ নজর দিতে হবে। এজন্য মানবসম্পদ উন্নয়নে বিনিয়োগ বাড়ানোর পরামর্শও দেয় বিশ্বব্যাংক।
পরিকল্পনা উপদেষ্টা আরও বলেন, বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণের দিকে কৌশলী হতে হবে।
সেমিনারে বক্তারা সেবা এবং উৎপাদিত পণ্যের মূল্য সংযোজন বাড়ানোর পরামর্শ দেন। এছাড়া ভবিষ্যতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের চ্যালেঞ্জ মোকাবিলায় স্বল্প, মধ্যম এবং দীর্ঘ মেয়াদী পরিকল্পনা তৈরির পরামর্শও দেয়া হয়।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.