স্টাফ রির্পোটার, হবিগঞ্জ থেকে//
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে তাফরিদ কটন মিলস লিমিটেড পুড়ে ছাই হয়ে গেছে । এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে কোম্পানির এডমিন মোঃ জাহিদুল ইসলাম জানিয়েছেন ।
অগ্নিকান্ডের ঘটনা খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কান্ত নাথ এর নেতৃত্বে একদল পুলিশ এবং ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ।
গত বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাত ১১ টার দিকে উপজেলা অলিপুর এলাকায় এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ।
শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম দ্য ডেইলিমর্নিংসান'কে জানান , গত বৃহস্পতিবার রাত ১১টায় সংবাদ পেয়ে প্রায় অনেক প্রচেষ্টায় তাফরিদ কটন মিলস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কি ভাবে আগুনের সূত্রপাত ঘটে তা তদন্ত সাপেক্ষে বলা যাবে ।
কোম্পানি এডমিন জাহিদুল ইসলাম আরও জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে । এদিকে গত ২০২২ সালে ২২ ফেব্রুয়ারি সকাল ৭ টা দিকে তাফরিদ কটন মিলস ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৮৮ মেট্রিক টন তুলা ভস্মীভূত হয়েছে বলে এলাকাবাসী সূত্রে জানা যায় ।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.