বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি //
হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার ৬নং মিরপুর ইউনিয়নের লস্করপুর কাইতপাড়া গ্রামে মানুষের চলাচলের সরকারি রাস্তা দখল করে দোকান নির্মাণ করার অভিযোগ উঠেছে।
অভিযোগে জানা যায়, কাইত পাড়া গ্রামের আব্দুল হামিদ মিয়ার পুত্র ইলিয়াস মিয়া সরকারি রাস্তা দখল করে দোকান নির্মাণ করেছে। লস্করপুর রেল গেইট হতে বীর মুক্তিযোদ্ধা আব্দুস শহিদ রোড দিয়ে কয়েকটি গ্রামের মানুষ এমন কি শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীসহ ঐ রাস্তা দিয়ে প্রতিনিয়ত যানবাহন সহ চলাচল করে আসছে। ইলিয়াস মিয়া রাস্তা দখল করে দোকান নির্মাণ করায় ওই রাস্তা দিয়ে চলাচলে সাধারণ মানুষের অসুবিধা দেখা দিয়াছে।
গ্রামের মানুষ প্রতিবাদ করলে ইলিয়াস মিয়া তাদেরকে বিভিন্নভাবে হুমকি প্রদর্শন করে আসছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের সু দৃষ্টি কামনা করেছেন গ্রামবাসী।