জুয়েল চৌধুরী, জেলা প্রতিনিধি হবিগঞ্জ //
হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থেকে ৫৩ লাখ ৪৫ হাজার টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ধরনের পণ্যসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৭ ডিসেম্বর) রাতে নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ থানার ওসি দিলীপ কান্ত নাথ।
গ্রেপ্তারকৃতরা হলেন- ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার সদর বেড়া গ্রামের নজরুল হাওলাদারের ছেলে মো. হাবিব হাওলাদার (৩০) ও মো. রাশেদ মোল্লার ছেলে মো. রিশাদ মিয়া (১৯)।
ওসি দিলীপ কান্ত নাথ জানান, পুলিশ উপজেলার দক্ষিণ বড়চরস্থ হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক-২ এর প্রধান গেটের সামনে ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণে চেকপোস্ট পরিচালনা করে। এসময় ঢাকাগামী (ঢাকা মেট্রো-ট-২৪-৪১৯৫) কাভার্ডভ্যান আটক করা হয়। গাড়িটি তল্লাশি করার সময় ২৬টি ছোট বড় প্লাস্টিকের বস্তার ভেতরে লাল ও খয়েরি রঙের ৩১০ পিস ভারতীয় শাড়ি, ১ হাজার ৪৯৫ গজ বিভিন্ন রঙের প্যান্টের ভারতীয় থান কাপড় ও ৬ হাজার ৩০০ পিস ছোট বড় চশমা (সানগ্লাস) জব্দ করা হয়।
তিনি আরো জানান, শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে চোরাই পথে ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসা এসব পণ্যের মূল্য হবে ৫৩ লাখ ৪৫ হাজার টাকা। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.