ফাইল ছবি।
আন্তর্জাতিক ডেস্ক //
রাশিয়ার হামলায় প্রায় ৪৩ হাজার ইউক্রেনীয় সৈন্য নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রবিবার (৮ ডিসেম্বর) রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে, ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন ৩ লাখ ৭০ হাজার আহতের খবর পাওয়া গেছে, যদিও এই সংখ্যার মধ্যে এমন সৈন্য অন্তর্ভুক্ত রয়েছে যারা একাধিকবার আহত হয়েছিল এবং কিছু আহতকে ছোট বলে বলা হয়েছে।
তিনি আরও দাবি করেন যে এই যুদ্ধে ১ লাখ ৯৮ হাজার রাশিয়ান সৈন্য নিহত হয়েছেন এবং ৫ লাখ ৫০ হাজার জন আহত হয়েছেন।
যদিও কিয়েভ এবং মস্কো উভয়ই নিয়মিতভাবে অপর পক্ষের ক্ষয়ক্ষতির হিসাব প্রকাশ করেছে। কিন্তু তারা তাদের নিজেদের বিশদ বিবরণ দিতে অনিচ্ছুক।
সাধারণত ইউক্রেনীয় কর্মকর্তারা যুদ্ধে সেনাদের হতাহতের পরিসংখ্যান প্রকাশ করে না এবং এ বিষয়ে অন্যান্য অনুমানেও অনেক বেশি সৈন্য হতাহতের কথা বলা হয়েছে। ইউক্রেনকে পশ্চিমা দেশগুলোর সহায়তা সত্ত্বেও দেশটিতে সম্প্রতি রুশ আক্রমণ বেশ বেড়েছে এবং এর মধ্যেই জেলেনস্কির পক্ষ থেকে এই পরিসংখ্যান সামনে এলো।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সর্বাত্মক হামলা শুরু করে রাশিয়ার সামরিক বাহিনী। এরপর থেকে পূর্ব ইউরোপের এই দেশটিতে হাজার হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আড়াই বছর ধরে চলা এই যুদ্ধে ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝিয়া— চারটি প্রদেশের আংশিক দখল নিয়েছে রুশ বাহিনী।