মৌলভীবাজার (শ্রীমঙ্গল) প্রতিনিধি //
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রবীণ হিতৈষী সংঘের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ ডিসেম্বর) সকালে শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকার (ইনক্) এর আর্থিক সহযোগীতায় এ চক্ষু শিবির অনুষ্টিত হয়।
মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের ডা: ইফফাত জাহান তানিয়া, ড: মিথিলা, ড: আব্দুল মান্নান, ডা: অঞ্জন দেবনাথ ও ডা: আব্দুল বাতেন তালুকদার। দিনব্যাপী চক্ষু শিবিরে ৬শতাধিক রোগীকে চিকিৎসা সেবা দেন। চক্ষু শিবিরে বিনামূল্যে ১শ ৫০জনকে বিনামুল্যে চাশমা ও ঔষধ প্রদান করা হয। এরমধ্যে ৮৭ জনকে বাছাই করে অপারেশনের জন্য মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে প্রেরণ করা হয়। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, চক্ষু শিবির বাস্তবায়ন কমিটির আহবায়ক অধ্যাপর কৃষ্ণপ্রদ কালোয়ার, সদস্য সচিব সাংবাদিক মো. কাওছার ইকবাল, অধ্যাপক রফি আহমদ চৌধূরী, সৈয়দ আশরাফুল ইসলাম, মো. আব্দুর রউফ তালুকদার, এ,এন,এম ওয়াহিদুজ্জামান, রহিমা বেগম, সহযোগী অধ্যাপক সুদর্শন শীল ও প্রভাষক মো. সাইফুল ইসলাম।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.