• ১০ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই সফর, ১৪৪৭ হিজরি

সুরমা গেইট বাইপাস পয়েন্ট থেকে বিপুল পরিমাণ ট্রাক ভর্তী ভারতীয় চিনি জব্দসহ আটক ২

admin
প্রকাশিত ০৯ ডিসেম্বর, সোমবার, ২০২৪ ১৭:২৫:১৯
সুরমা গেইট বাইপাস পয়েন্ট থেকে বিপুল পরিমাণ ট্রাক ভর্তী ভারতীয় চিনি জব্দসহ আটক ২

সিলেট প্রতিনিধি //


সিলেটের সুরমা গেইট বাইপাস পয়েন্ট থেকে বিপুল পরিমাণ ট্রাকভর্তী ভারতীয় চিনি জব্দ সহ দুই ব্যক্তিকে আটক করেছে শাহপরাণ (রহঃ) মাজার তদন্ত কেন্দ্র পুলিশ ফাঁড়ি।

রোববার (৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে সুরমা গেইট পয়েন্ট এলাকার বনফুল দোকানের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে ট্রাক ভর্তী ভারতীয় চিনি জব্দসহ দুই ব্যক্তিকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর (ইসলাম নগর) এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে মোঃ সাহিদ আহমদ (২৬) ও জৈন্তাপুর উপজেলার ৫নং-ফতেহপুর ইউনিয়নের বাঘেরখাল গ্রামের সাধ উল্লাহ’র ছেলে ইমন আহমদ (১৮)। এসময় তাদের হেফাজতে থাকা ট্রাক ভর্তী ভারতীয় ৪৩১ বস্তা চিনি উদ্ধার করা হয়। যার বাজার মূল্য আনূমানিক ২৫,৩৪,২৮০/ (পচিঁশ লক্ষ চৌত্রিশ হাজার দুইশত আশি) টাকা।

পুলিশ জানায়, চোরাকারবারীরা জৈন্তা, গোয়াইনঘাট ও কানাইঘাট সীমান্ত এলাকা দিয়ে বিভিন্ন ধরণের অবৈধ ভারতীয় পণ্য সিলেট-তামাবিল হাইওয়ে রোড দিয়ে পাচার করে আসছে। এর পূর্বেও বেশ কয়েকটি অভিযান পরিচালনা করা হয়েছে। সেই নিয়মিত অভিযানের অংশ হিসেবে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের নির্দেশে শাহপরাণ (রহঃ) থানার অফিসার ইনচার্জ মনিরের সহযোগীতায় গতকাল রোববার অভিযান পরিচালনা করেন শাহপরাণ (রহঃ) মাজার তদন্ত কেন্দ্র ফাঁড়ি পুলিশের এসআই (নিঃ) সানাউল ইসলাম। তিনি তার সঙ্গীয় ফোর্স নিয়ে ট্রাক ভর্তী ভারতীয় চিনি জব্দসহ দুইজনকে আটক করতে সক্ষম হোন।

এবিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন শাহপরাণ (রহঃ) থানার অফিসার ইনচার্জ মনির।

মতামত দিন।