প্রতীকী ছবি।
স্টাফ রির্পোটার, সিলেট //
হবিগঞ্জ শহরের শংকরের মুখের রফিক ভিলা থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে এ ঘটনা ঘটে।
জানা যায়, উমেদ নগর গ্রামের তাহের আলীর পুত্র মোস্তাকির আলী প্রিতম (১৯) রফিক ভিলায় ভাড়া বাসায় থাকতো। ওই সময় ঘরের তীরের সাথে তার লাশ ঝুলতে দেখতে পান পরিবারের সদস্যরা । পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সদর থানার এস আই সুরঞ্জিত দাস সুরতহাল করে ময়নাতদন্ত এর জন্য মর্গে প্রেরণ করে। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে সে আত্মহত্যা করতে পারে।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.