চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি //
চুনারুঘাটের নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিন মিয়া’র সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভা বর্জন করেছেন চুনারুঘাটে কর্মরত সকল সাংবাদিকবৃন্দ।
গতকাল সোমবার দুপুরে উপজেলা সভাকক্ষে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে চুনারুঘাট উপজেলা প্রশাসন। কিন্তু সংবাদ সম্মেলনে বিগত ফ্যাসিবাদ সরকারের একনিষ্ঠ কর্মী এবং চাঁদাবাজ অপ-সাংবাদিকদের উপস্থিতি থাকায় সভাতে অংশ নেননি চুনারুঘাট প্রেসক্লাব, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটি, চুনারুঘাট সাংবাদিক ফোরাম ও অনলাইন প্রেসক্লাবসহ কর্মরত সাংবাদিকবৃন্দ।
এবিষয়ে জানতে চাইলেন নবাগত ইউএনও বলেন-আমি এখানে নতুন এসেছি, তাই অনেককে চিনিনা। আপনারা না আসায় উপস্থিত তিন-চার জনের সাথে সামান্য কথাবার্তা বলে প্রোগ্রাম শেষ করেছি। শীঘ্রই চুনারুঘাট প্রেসক্লাবসহ মূলধারার সাংবাদিকদের নিয়ে মতবিনিময়ের আয়োজন করবো।
চুনারুঘাটে কর্মরত সাংবাদিকরা বলেন, ছাত্র-জনতার রক্তদানের মাধ্যমে অর্জিত মুক্ত বাংলাদেশে আমরা ফ্যাসিবাদের দোসর অপ-সাংবাদিকদের সাথে এক টেবিলে বসতে পারিনা। ইউএনও ফ্যাসিবাদের কর্মীদের নিয়ে সভা করায় আমরা তা বর্জন করেছি। ভবিষ্যতেও কোন ফ্যাসিবাদ কিংবা অপ-সাংবাদিক প্রশাসনের কোন সভায় উপস্থিত থাকলে আমরা তা বর্জন করবো।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.