কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি //
মৌলভীবাজারের কমলগঞ্জে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
সোমবার (৯) ডিসেম্বর দুপুর উপজেলার শমশেরগর-মৌলভীবাজার রোডে এ ঘটনা ঘটে।
পুলিশ সুত্রে জানা যায়, রায়েক তানভির নামের এক যুবক তার বন্ধু জুমান মিয়াকে নিয়ে মুন্সীবাজারের দিকে যাবার সময় মোকামবাজারের ব্র্যাক অফিসের সামনে রাস্তা পারাপারের সময় ওই বৃদ্ধকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই মারা যান ওই বৃদ্ধ।
খবর পেয়ে শমসেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি (তদন্ত) ওমর ফারুকের নেতৃত্বে পুলিশের একটি দল লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করে।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.