ফাইল ছবি।
আন্তর্জাতিক ডেস্ক //
বাশার আল-আসাদের পতনের পর গত দুই দিনে সিরিয়ায় অন্তত ৩০০ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। রাজধানী দামেস্ক ও সিরিয়ার গুরুত্বপূর্ণ শহরগুলোতে এসব হামলার ফলে নতুন প্রশাসনের জন্য দায়িত্ব পালন 'প্রায় অসম্ভব' হয়ে পড়েছে। খবর আল-জাজিরার
ইসরায়েলি আর্মি রেডিও চলমান হামলাকে দেশের বিমান বাহিনীর 'ইতিহাসের সবচেয়ে বড় পরিসরের অভিযানগুলোর একটি' হিসেবে আখ্যা দিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী দামেস্ক ও অন্যান্য গুরুত্বপূর্ণ শহরে অব্যাহত আক্রমণে বিদ্রোহীদের জন্য রাষ্ট্রীয় অবকাঠামো রক্ষা এবং সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর করা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
এদিকে বিমান হামলার পাশাপাশি সিরিয়ার সীমান্ত অঞ্চলে ভূমি অধিগ্রহণ শুরু করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
মতামত জানান।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.