• ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

জনগণের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: জেলা প্রশাসক মুরাদ

admin
প্রকাশিত ১০ ডিসেম্বর, মঙ্গলবার, ২০২৪ ১৯:৪৩:২৮
জনগণের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: জেলা প্রশাসক মুরাদ

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি //


সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেছেন, যে কোন সমস্যায় জনগন যাতে সবার উপরে স্থান পায় সে লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে। জনগন ভালো থাকলে বিশ্বনাথ ভালো থাকবে, সিলেট ভালো থাকবে, বাংলাদেশ ভালো থাকবে। তাই জনগণের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি মঙ্গলবার ( ১০ ডিসেম্বের ) দুপুরে সিলেটের বিশ্বনাথে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সূধীজনের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় একথাগুলো বলেন।

উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তারা উপজেলার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এরপর বাসিয়া নদী দখলদারমুক্ত, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন দপ্তরে জনবল সংকট, জন্মনিবন্ধন সংশোধনে সহজীকরণ, রাস্তাঘাট দ্রুত সংস্কার, শিক্ষাপ্রতিষ্ঠানে জটিলতা নিরসন, পৌর শহরে যানজট নিরসন, উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি’সহ প্রত্যেকটি সমস্যায় সমাধান বিষয়ে আলোচনা করেন জেলা প্রশাসক।

আলোচনা সভায় যোগদানের পূর্বে বিশ্বনাথ পৌরসভার ব্যবস্থাপনায় ও উপজেলা প্রশাসনের তত্ত¡বধানে পৌর শহরের নতুন বাজারের ধানহাটায় ‘ন্যায্য মূল্যের দোকান’র উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ।

উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলার লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন সুমন, প্রাণীসম্পদ কর্মকর্তা নাহিদ নওরিন, প্রকৌশলী আবু সাঈদ, নির্বাচন কর্মকর্তা স্বর্ণালী চক্রবর্তী, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, উপজেলা জামায়াতের আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী, উপজেলা খেলাফত মজলিসের তত্ত্বাবধায়ক মাওলানা কাজী আব্দুল ওয়াদুদ, বিশ্বনাথ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মানিক মিয়া, উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুনিল কান্তি দে, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নবীন সোহেল, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, ইসলামী ফাউন্ডেশনের কর্মকতা আব্দুল আজিজ, ব্র্যাক ম্যানেজার আব্দুল আলীম, বৈষম্যবিরোধী আন্দোলনের সিলেটের সমন্বয়ক মিসবাহ উদ্দিন।
এসময় সভায় বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মতামত জানান।