স্টাফ রির্পোটার, মৌলভীবাজার //
বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি মৌলভীবাজার জেলা শাখার র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে ‘সবার সহযোগিতায় সর্বস্তরে মানবাধিকার প্রতিষ্ঠিত হউক' প্রতিপাদ্য নিয়ে উদযাপিত দিবসটির সকালে পৌরসভার সামনে থেকে র্যালী বের হয়। পরে দিবসটি উপলক্ষে আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির বিভাগীয় প্রধান ছালেহ আহমেদ সেলিম।
হিউম্যান রাইট রিভিউ সোসাইটি মৌলভীবাজার জেলা শাখার কার্যনির্বাহী কমিটি সদস্য মো. রুহুল আলম রনি'র সঞ্চালনায় ও হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি মৌলভীবাজার জেলার সভাপতি জিতু তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তাদির আহমেদ, পবিত্র বাবু। এসময় হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক শ. ই. সরকার জবলু, সহ-সভাপতি কাজী এম এ ইউসুফ শরীফ, কার্যনির্বাহী সদস্য আবু তালিব, সাকিল আহমেদ, জালাল আহমেদ, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুস সামাদ সুমন, ফাহিম আহমেদসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।
মতামত জানান।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.