মৌলভীবাজার প্রতিনিধি //
দিনের বেলা দেরিতে রোদ উঠলেও সন্ধ্যার পর হালকা হিমেল বাতাশে বাড়ে শীতের তীব্রতা। রাত ৮টার পর কুয়াশা পড়তে থাকে। গভীর রাতে ঘন কুয়াশায় ডেকে যায় চয়ের দেশ মৌলভীবাজার। সকালে দেরিতে সুর্য উঠায় শীতে বিপাকে পড়েছেন এ অঞ্চলের চা শ্রমিক, কৃষক ও শ্রমজীবী মানুষ।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী চলতি মাসের ৬-৭ তারিখ থেকে তাপমাত্রা কমতে থাকে। সে অনুযায়ী তাপমাত্রা কমে বাড়ছে শীতের তীব্রতা। মাসের শেষের দিকে তাপমাত্রা আরও কমে আসার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এদিকে শীত জেকে বসলেও সরকারি বা বেসরকারি কোন প্রতিষ্টানের শীতবস্ত্র বিতরণের কোন উদ্যোগ লক্ষ করা যাচ্ছেনা।
এমন অবস্থায় শীত থেকে নিজেকে রক্ষার জন্য একটি কম্বলের জন্য সরকারি ও বেসরকারি প্রতিষ্টানের দিকে তাকিয়ে আছেন দরিদ্র-হতদরিদ্র ও ছিন্নমূল মানুষেরা। আজ বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ১২ এবং আকাশ মেঘলা থাকায় এ রিপোর্ট লিখা বেলা দেড়টা পর্যন্ত শ্রীমঙ্গলের আকাশে দেখা মিলেনি সুর্যের আলো।
মতামত জানান।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.