আদালত প্রতিবেদক //
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বাধীন সংবিধান সংস্কার কমিশন।
বুধবার বিকেলে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির দপ্তরে কমিশনের সদস্যরা সাক্ষাৎ করেন। এ সময় তারা সংবিধান সংস্কারের নানা বিষয় নিয়ে আলোচনা করেন।
প্রতিনিধি দলে ছিলেন কমিশনের সদস্য ব্যারিস্টার ইমরান সিদ্দিক, অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক, ড. শরীফ ভইূঁয়া, ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজী, ফিরোজ আহমেদ, মো. মুসতাইন বিল্লাহ।
সাক্ষাতকালে সংবিধান সংস্কার কবিশনের কার্যক্রমের অগ্রগিতর বিষয়ে আলোচনা হয়। বৈঠকে সংবিধান ও বিচার ব্যবস্থার প্ররয়াজনীয় সংস্কারের মাধ্যমে কিভাবে বিচারকার্যকে হস্তক্ষেপমুক্ত করা যায় এবং বিচারকে সহজে জনসাধারণের কাছে পৌছে দেওয়া যায়, সে বিষয়ে প্রধান বিচারপতি ও কবিশনের সদস্যবৃন্দ মত বিনিময় করেন।
মতামত দিন।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.