• ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

মাধবপুরে ট্রেনের ধাক্কায় ভারসাম্যহীন বৃদ্ধ নিহত

admin
প্রকাশিত ১১ ডিসেম্বর, বুধবার, ২০২৪ ২৩:২৮:৪১
মাধবপুরে ট্রেনের ধাক্কায় ভারসাম্যহীন বৃদ্ধ নিহত

প্রতীকী ছবি।
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি //


হবিগঞ্জের মাধবপুরে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধ মারা গেছেন। বুধবার (১১ ডিসেম্বর) রাতের কোন এক সময় রেলওয়ের আখাউড়া সিলেট সেকশন এর মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের শিয়ালউড়ি গ্রামের গরীবুল্লাহ শাহর মাজারের অজ্ঞাত ট্রেনের ধাক্কায় আশরাফ উদ্দিন (৫০) নামে ওই ব্যাক্তি মারা যান।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে থানার ইনচার্জ এসআই রকিবুল ইসলাম এর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে পরিবারের জিম্মায় হস্তান্তর করেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আশরাফ উদ্দিন মানসিক ভারসাম্যহীন ছিলেন।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে থানার ইনচার্জ এসআই রকিবুল ইসলাম দ্য ডেইলিমর্নিংসান’কে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
মতামত জানান।