কেরানীগঞ্জ প্রতিনিধি //
ভারতীয় প্রোপাগান্ডা ও আগ্রাসনে কান না দিয়ে সব ধর্মের প্রতি সম্মান রেখে ভ্রাতৃত্ব বজায় রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
ভারতীয় প্রোপাগান্ডা ও আগ্রাসনের দিকে মনোযোগ না দিয়ে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেন রিজভী।এ ছাড়া দেশীয় পণ্যের ব্যবহার বাড়াতে জনগণকে আহ্বান জানান তিনি।
বুধবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়ন বিএনপি আয়োজিত ‘দেশীয় পণ্য কিনে হও ধন্য’ স্লোগানে প্রচারণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
রিজভী বলেন, পতিত সরকার ভারতের সঙ্গে বিভিন্ন ব্যবসা বাণিজ্য ও চুক্তি করে জনগণকে তাদের অধিকার থেকে বঞ্চিত করেছে। কোনো পূর্ব সতর্কতা ছাড়াই পানি ছেড়ে নোয়াখালী, ফেনী ও কুমিল্লায় ভয়াবহ বন্যায় মানুষের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। তিস্তার পানি জনগণের জন্য না রেখে ভারতের কাছে দিয়ে নতজানু সম্পর্ক বজায় রেখেছিল হাসিনা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী।
আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক স্বাস্থ্যবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজ্জাদ্দেদ আলী বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইশা খান, যুবদল নেতা মোকাররম হোসেন সাজ্জাদ, আতিকুল ইসলাম মানিক প্রমুখ।
মতামত ব্যক্ত করুন।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.