• ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৮ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

খোয়াই হসপিটাল থেকে আটক দুই প্রতারক কারাগারে, মুলহোতা আমিনুল অধরা!

admin
প্রকাশিত ১৫ ডিসেম্বর, রবিবার, ২০২৪ ০২:০১:৫১
খোয়াই হসপিটাল থেকে আটক দুই প্রতারক কারাগারে, মুলহোতা আমিনুল অধরা!

স্টাফ রির্পোটার, হবিগঞ্জ //


হবিগঞ্জ শহরের সবুজবাগ এলাকায় দি খোয়াই হসপিটাল কর্তৃপক্ষের চিকিৎসার অবহেলায় নবজাতকের মৃত্যুর ঘটনায় আটক দুইজনকে কারাগারে প্রেরণ করা হয়েছে। পরিচালক আমিনুলকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে ময়নাতদন্ত শেষে নবজাতকের লাশ পরিবারের জিম্মায় দেয়া হয়েছে।

গতকাল শনিবার দুপুরে আটক আরিফ ও তুহিনকে কারাগারে প্রেরণ করা হয়। এ মামলার প্রধান আসামি আমিনুল রয়ে গেছে অধরা। তবে পুলিশ বলছে অভিযান অব্যাহত আছে। অচিরেই সে গ্রেফতার হবে।

এর আগে গত শুক্রবার সন্ধ্যায় বানিয়াচং উপজেলার সাদকপুর গ্রামের বাসিন্দা নবজাতকের পিতা হাফিজ খান বাদি হয়ে সদর থানায় আমিনুল ইসলামকে প্রধান আসামি করে মামলা করেন। অভিযোগের প্রেক্ষিতে ওসি আলমগীর কবির এর নির্দেশে ওসি তদন্ত সজল সরকার, এস আই সুজন শ্যাম সহ একদল পুলিশ ওই হাসপাতালে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে কাগজপত্র জব্দ করে হাসপাতালের মালিকের ভাই তুহিন ও স্টাফ আরিফকে আটক করে থানায় নিয়ে যান জিজ্ঞাসার জন্য।

সুত্র আরও জানায়, গত বৃহস্পতিবার সকালে হাফিজ খানের স্ত্রী রাফিয়াকে সিজারের জন্য খোয়াই হাসপাতালে নিয়ে আসেন। যাবতীয় পরীক্ষার পরে ওইদিন সন্ধ্যায় সিজারের সিদ্ধান্ত হয়। কিন্তু ওই সময় যাবতীয় মেডিসিন দিয়ে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। এসময় মেশিনের ত্রুটি থাকায় চিকিৎসক সিজার না করেননি। পরে কর্তৃপক্ষ জানায়, মেশিন ঠিক করে চিকিৎসককে খবর দেয়া হবে। এর প্রেক্ষিতে চিকিৎসক চলে যান। কিন্তু রাত ১১ টা অবধি মেশিন ঠিক করা সম্ভব না হয়নি। এদিকে রোগীর অবস্থা অবনতি হলে তখন অন্য হাসপাতালে প্রেরণ না করে কোনো সমস্যা হবে না বলে বাসায় চলে যেতে বলেন। কিন্তু বাসায় যাবার পর ব্যথা হলে স্বজনরা হাসপাতাল কর্তৃপক্ষকে জানালে তারা সমস্যা হবে না বলে জানিয়ে সকালে নিয়ে আসার কথা বলা হয়। সকালে নিয়ে এলেও সিজার না করে কতৃপক্ষ তালবাহানা করে। গত শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে রাফিয়ার অবস্থা অবনতি হলে পাশের প্যানাসিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষার পরে জানা যায়, নবজাতক মারা গেছে। পরে সেখানে সিজার করে নবজাতককে বের করা হয়।
আপনাদের মতামত ব্যক্ত করুন।