মো: আব্দুল্লাহ, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি //
সিলেটের জৈন্তাপুর উপজেলায় হাজী ফখরুল ইসলাম শিক্ষা ট্রাস্ট এর পৃষ্ঠপোষকতায় ফ্রেন্ডশিপ মেধাবৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০ টায় ফ্রেন্ডশিপ পাবলিক স্কুলে হাজী ফখরুল ইসলাম শিক্ষা ট্রাস্ট এর অর্থায়নে ও এসএসসি ব্যাচ-১৯৯৬ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের আয়োজনে এ বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়।
জৈন্তাপুর উপজেলার স্বনামধন্য ৪১টি সরকারি বেসরকারি প্রতিষ্টানের পঞ্চম শ্রেণির ২০৮জন পরিক্ষার্থীর মধ্যে ১৯৪জন পরিক্ষার্থী পরিক্ষায় অংশগ্রহণ করেন। পরিক্ষা পর্যবেক্ষণ করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবেদ হোসেন ও সহকারী শিক্ষা অফিসার মো: জুলহাস।
সকাল ১০টা থেকে পরীক্ষা আরম্ভ হয়ে দুপুর ১২টা ৩০মিনিট পর্যন্ত চলে। পরিক্ষার কেন্দ্রে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রাণবন্ত উপস্থিতি ছিল লক্ষণীয়।
এ সময় আয়োজক ও অভিভাবকরা পরীক্ষায় সন্তোষ প্রকাশ করে হাজী ফখরুল ইসলাম শিক্ষা ট্রাস্ট'র চেয়ারম্যান ও এসএসসি ব্যাচ-১৯৯৬ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উপদেষ্টা ফাহাদ মাদানী ইসলাম সহ সংশ্লিষ্ট সকলের প্রশংসা করে বলেন, মেধার বিকাশ সাধনে এ ধরনের জ্ঞানমূলক পরীক্ষা শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতা ও জ্ঞান আহরণে আগ্রহ বৃদ্ধি করে।
এ সময় কেন্দ্র পরিদর্শন করেন, ফ্রেন্ডশিপ মেধাবৃত্তি পরিক্ষা পরিচালনা কমিটির উপদেষ্টা পরিষদের সভাপতি রনীফৌদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোস্তাক আহমদ, উপদেষ্টা পরিষদের সদস্য লামনীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: আব্দুল মালিক, মাদার মোকাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুর রহিম, চাক্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মনিরুজ্জামান, চিকনাগুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মঞ্জুর আহমদ, উত্তর বাউরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজেন দেব, কামরাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ফারুক আহমেদ, ডুল্টিরপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জসিম উদ্দিন, ভিত্রিখেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: জাকারিয়া প্রমুখ।
এসময় প্যানেল বোর্ডের দায়িত্বে ও উপস্থিত ছিলেন, প্যানেল বোর্ডের সভাপতি বিছনাটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রফিক আহমেদ, প্যানেল বোর্ডের সদস্য আসামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহীদ মিয়া, মানিকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মামুনুর ইসলাম, খরিলহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কবির উদ্দিন, উত্তর বাউরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফখরুল আলম।
অনুষ্ঠিত বৃত্তি পরিক্ষার আয়োজক ও পরিক্ষার নিয়ন্ত্রক হিসেবে ছিলেন, এসএসসি ব্যাচ-১৯৯৬ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের সদস্য সুরঞ্জিত দেব, সদস্য সচিব লেনিন পোদ্দার, সদস্য ডাঃ মহিবুল হক, মামুনুর রশীদ, মাহবুব আলম, রিংকু দে, ফয়জুল হাসান, মো: কবির আহমেদ, মো: সামছুদ্দিন, মোঃ ফয়জুর আহমেদ, মো: কয়ছর আহমেদ প্রমুখ।
এদিকে সন্ধ্যা ৬ ঘটিকায় পরিক্ষা পরিচালনা কমিটির সকলের উপস্থিতিতে পরিক্ষা পরিচালনা কমিটির প্যানেল বোড'র সাক্ষরিত পেডে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবেদ হোসেন আনুষ্ঠানিক ভাবে পরিক্ষার ফলাফল ঘোষণা করেন। এতে ১৪ জন শিক্ষার্থী সর্বোচ্চ ৭১-৮৯ মার্ক পেয়ে টেলেন্টপোল বৃত্তি ও সর্বনিম্ন ৫১-৭০ মার্ক পেয়ে সাধারণ বৃত্তি পেয়েছেন ২৮ জন পরিক্ষায় অংশগ্রহণকারী ১৯৪ জন শিক্ষার্থীর মধ্যে মোট ৪২ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছন।
আপনাদের মতামত দিয়ে আমাদের সঙ্গেই থাকুন।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.