• ২৭শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

তিমুরের প্রেসিডেন্টকে উষ্ণ অভ্যর্থনা জানালেন প্রধান উপদেষ্টা

admin
প্রকাশিত ১৫ ডিসেম্বর, রবিবার, ২০২৪ ০২:৩২:২০
তিমুরের প্রেসিডেন্টকে উষ্ণ অভ্যর্থনা জানালেন প্রধান উপদেষ্টা

ঢাকা //


বাংলাদেশে এসেছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস – হোর্তা চারদিনের সরকারি সফরে। ১৪ ডিসেম্বর শনিবার রাত সাড়ে ১০টায় তিনি সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পূর্ব তিমুরের প্রেসিডেন্টকে উষ্ণ অভ্যর্থনা জানান। এসময় তাকে লাল গালিচা অভ্যর্থনা দেওয়া হয়।

এছাড়া সফরকালে ঢাকায় পূর্ব তিমুরের অনারারি কনস্যুলেট খোলার বিষয়ে ঘোষণা আসবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ১৪-১৭ ডিসেম্বর বাংলাদেশ সফর করবেন জোসে রামোস হোর্তা। তার সফরে অফিসিয়াল এবং কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি হবে।

আপনাদের মতামতই আমাদের কাম্য।