ক্রীড়া প্রতিবেদক //
টি২০ সিরিজে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ। সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে আরনস ভেল গ্রাউন্ডে সিরিজের তৃতীয় ও শেষ টি২০ ম্যাচে আজ বাংলাদেশ ৮০ রানের বড় ব্যবধানে হারিয়েছে ক্যারিবিয়দের।
আগে ব্যাট করে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮৯ রানের বিশাল সংগ্রহ গড়ে। জবাবে ১৬.৪ ওভারে ১০৯ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। এটি বাংলাদেশের টি২০-তে দ্বিতীয় সর্বাধিক ব্যবধানের জয়। ২০২১ সালের বিশ্বকাপে পাপুয়া নিউগিনির বিপক্ষে ৮৪ রানের জয়ই এখন পর্যন্ত বাংলাদেশের সেরা।
টানা দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ। এবার শেষ ম্যাচ জিতে প্রথমবার উইন্ডিজকে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ।
এ নিয়ে তৃতীয়বার কোনো প্রতিপক্ষকে ৩-০ ব্যবধানে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ। ২০১২ সালে আয়ারল্যান্ড ও ২০২৩ সালে ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে হোয়াইট ওয়াশ করে টাইগাররা।
শুক্রবার ভোরে টস জিতে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ। পাওয়ার প্লে'র ৬ ওভারে ২ উইকেটে ৫৪ রান করে বাংলাদেশ।
পারভেজ হোসেন ইমন ২১ বলে ৪ আর, ২ ছয়ে ৩৯ রান করেন। এদিনও ব্যর্থ লিটন কুমার দাস ১৩ বলে ৩ চারে ১৪ রান করেন।
মেহেদি হাসান মিরাজ ২৩ বলে ৩ চারে ২৯ রানে বিদায় নেন। ১৪.৫ ওভারে ১১৪ রানেই ৬ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ।
কিন্তু এরপর জাকের আলী অনিক তান্ডব চালিয়েছেন। তিনি ক্যারিয়ার সেরা ব্যাটিং করেন। মাত্র ৪১ বলে ৩ চার, ৬ ছক্কায় অপরাজিত ৭২ রান করেন। ফলে শেষ ৫ ওভারে ৭৫ রান পায় বাংলাদেশ।
এমনকি ওবেদ ম্যাককয়ের ১৮তম ওভারে ২০ এবং আল্জারি জোসেফের ২০তম ওভারে ২৫ রান তুলে নেন জাকের।
১৯০ রানে বড় টার্গেটে নেমে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস ২০ বল আগেই থামে ১০৯ রানে। রিশাদ হোসেন ৩টি এবং তাসকিন আহমেদ ও শেখ মেহেদি ২টি করে উইকেট নেন।
আপনাদের মূল্যবান মতামত জানান।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.