• ২৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা সফর, ১৪৪৭ হিজরি

সিলেট-তামাবিল হাইওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২

admin
প্রকাশিত ২০ ডিসেম্বর, শুক্রবার, ২০২৪ ১৬:২৩:৩১
সিলেট-তামাবিল হাইওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২

মোঃ আব্দুল্লাহ, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি //


সিলেট-তামাবিল হাইওয়ে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছেন। তবে ঘটনাস্থলেই মারা গেছেন দুইজন। আরেকজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে আজ শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সিলেট-তামাবিল হাইওয়ে রোড এর ধরবস্ত এলাকার ধামড়ি নামক স্থানে।

ঘটনাস্থলে মৃতরা হলেন- ছাতক উপজেলার তাতিকোনা গ্রামের সৈয়দ জুনেদ আহমদ এর ছেলে সৈয়দ মুখছুদ হাসান মহান (২০), রাধানগর গ্রামের আব্দুর রহমানের ছেলে আব্দুল আজিজ সায়েম (১৯)। চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সিলেট মহানগর এসএমপি কোতয়ালি মডেল থানার দক্ষিণ বাগবাড়ি এলাকার আব্দুল হাসিমের ছেলে মোঃ হাফিজুর রশিদ (২০) নামের আরেকজন ।

আহতরা হলেন- সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বড় বন্ডী গ্রামের আঃ সত্তারের ছেলে জামিল (২০) ও ছাতক উপজেলার মন্ডলিবোগ গ্রামের হাজী জামিল আহমদ এর ছেলে মাহি (২১)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে জৈন্তাপুর লালশাপলা বিল হতে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা ছাতক পৌর এলাকার ছাত্রদল ব্যাণারে সজ্জিত একটি দ্রুতগামীর প্রাইভেট কার ধামড়ি এলাকায় পৌছালে নিয়ন্ত্রন হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। দূমড়ে-মুছড়ে যায় প্রাইভেট কারটি। প্রাইভেট কার নং-(ঢাকা মেট্রো -গ-২১৩-৩৮৫৪)। এতে গুরুতর আহত হোন আরও দুইজন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে সিলেট এমএজি ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তারা সকলেই ছাত্রদলের কর্মী ছিলেন।

এ বিষয়ের সত্যতা দ্য ডেইলিমর্নিংসান’কে নিশ্চিত করেছেন সিলেট-তামাবিল হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান। তিনি জানান দুর্ঘটনার কারন খতিয়ে দেখা হচ্ছে।

নিয়মিত সংবাদ পড়ুন, মতামত জানিয়ে আমাদের সঙ্গেই থাকুন।