• ২৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা সফর, ১৪৪৭ হিজরি

নারায়ণগঞ্জে দুই বন্ধুকে কুপিয়েছে দুর্বৃত্তরা, নিহত ১

admin
প্রকাশিত ২১ ডিসেম্বর, শনিবার, ২০২৪ ১৬:৫৬:৫৪
নারায়ণগঞ্জে দুই বন্ধুকে কুপিয়েছে দুর্বৃত্তরা, নিহত ১

প্রতীকী ছবি।
নারায়ণগঞ্জ প্রতিনিধি //


নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় পুরোনো দ্বন্দ্বের জেরে এক কিশোর হোসিয়ারি শ্রমিককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তার আরেক বন্ধু আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ফতুল্লার পিলকুনি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহত ১৭ বছর বয়সী মো. সিয়াম মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার আব্দুল হালিমের ছেলে। সে পিলকুনি এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতো।

সিয়ামের বন্ধু মিলন (১৬) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান সিয়ামের বাবা আব্দুল হালিম।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাত সাড়ে ৯টার দিকে একদল কিশোর-তরুণ সিয়াম ও মিলনকে কুপিয়ে আহত করে। পুরোনো দ্বন্দ্বের জেরে তাকে কোপানো হয়। তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানে চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করে এবং মিলনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহতের বাবা আব্দুল হালিম বলেন, সিয়াম স্থানীয় একটি হোসিয়ারি কারখানায় কাজ করতো। বেশ কিছুদিন অসুস্থ থাকার পর গত ১৫ দিন ধরে আবারও কাজে যাচ্ছিল। গতরাত পৌনে ১০টার দিকে কিছু ছেলে এসে হালিমকে তার ছেলের আহতের কথা জানালে ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় পান সিয়ামকে।

তিনি বলেন, আমি শুনেছি, পুরোনো দ্বন্দ্বের জেরে কিছু পোলাপান আমার পোলারে কোপাইছে। কিন্তু কি সে দ্বন্দ্ব তা আমি জানি না।

সিয়ামের আরেক বন্ধু রাব্বি বলেন, কয়েক মাস আগে এলাকার কিছু কিশোরের সাথে কাদের ঝগড়া ও মারামারি হয়। ওই দ্বন্দ্বের জেরেই সিয়াম ও মিলনকে কোপানো হয়েছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম বলেন, পুরোনো দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের লোকজন দুই বন্ধুকে কোপায়। এ ঘটনায় কয়েকজনের নাম পুলিশ প্রাথমিক তদন্তে পেয়েছে। তাদের ধরতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

আপনাদের মূল্যবান মতামত প্রেরণ করুন।