ফাইল ছবি।
আন্তর্জাতিক ডেস্ক //
ভারতের দিল্লিতে বিধানসভা নির্বাচনের আগে বাংলাদেশি অনুপ্রবেশের ঘটনা তুলে আবারও রাজনীতি শুরু। এবার দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন (এমসিডি) এই বিষয়ে তদন্ত শুরু করেছে।
অবৈধ বাংলাদেশি অভিবাসীদের সন্তানদের খুঁজে বের করতে ভারতের দিল্লির সব স্কুলে নির্দেশ দেয়া হয়েছে। একই সাথে শিক্ষার্থীদের ভর্তির সময় পরিচয় সঠিকভাবে যাচাই-বাছাই এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনাও রয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) এক অফিস আদেশে এই নির্দেশনা দেয় দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন (এমসিডি)।
শনিবার (২১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
এর আগে গত ১২ ডিসেম্বর প্রধান সচিব (স্বরাষ্ট্র), জিএনসিটিডির সভাপতিত্বে একটি ভার্চুয়াল বৈঠকের সময় এই নির্দেশাবলী নিয়ে আলোচনা করা হয়, এমসিডি কমিশনারের সাথে অতিরিক্ত কমিশনার এবং ডেপুটি কমিশনার প্রতিনিধিত্ব করেন। সিদ্ধান্ত অনুসারে, সংশ্লিষ্ট বিভাগীয় প্রধান এবং জোনাল কর্তৃপক্ষকে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের জন্য
এছাড়া সংবাদমাধ্যম ডেকান হেরাল্ডের আরেক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ থেকে আসা কোনও অবৈধ অভিবাসীকে জন্ম সনদ না দেওয়ার জন্য ভারতের জনস্বাস্থ্য বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।
দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের ডেপুটি কমিশনার বিপি ভরদ্বাজ জানিয়েছেন, শিক্ষা দফতর যেন অবৈধ বাংলাদেশিদের চিহ্নিত করে পৌরসভা অন্তর্গত স্কুলে তাদের যাতে ভর্তি না করা হয় সেই মতো ব্যবস্থা নিতে হবে।
মতামত জানান।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.