• ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সূচকের উত্থানের মধ্যে দিয়ে মূলধন বেড়েছে ১২ হাজার ৪৯৫ কোটি টাকা

admin
প্রকাশিত ২১ ডিসেম্বর, শনিবার, ২০২৪ ১৫:৫৮:১৮
সূচকের উত্থানের মধ্যে দিয়ে মূলধন বেড়েছে ১২ হাজার ৪৯৫ কোটি টাকা

ফাইল ছবি।
অর্থনৈতিক রির্পোটার //


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে (১৫ থেকে ১৯ ডিসেম্বর) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে, আলোচ্য সময়ে ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে। একই সঙ্গে বিদায়ী সপ্তাহে ডিএসই ও সিএসইতে বাজার মূলধন বেড়েছে ১২ হাজার ৪৯৫ কোটি ৬৪ লাখ টাকা।

শনিবার (২১ ডিসেম্বর) ডিএসই ও সিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১৬.১৪ পয়েন্ট বা ২.২৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২২১ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ৫৬.৪০ পয়েন্ট বা ৩ শতাংশ বেড়ে ১ হাজার ৯৩৮ পয়েন্টে, ডিএসই শরিয়াহ সূচক ২৭.৩১ পয়েন্ট বা ২.৪০ শতাংশ বেড়ে ১ হাজার ১৪০ পয়েন্টে এবং ডিএসএমইএক্স সূচক (এসএমই ইনডেক্স) ৩৪.৮১ পয়েন্ট বা ৩.১৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ৭৬ পয়েন্টে।,

বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৫৯ হাজার ২০৫ কোটি ৫১ লাখ টাকা। বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন ছিল ৬ লাখ ৫২ হাজার ৪৯৬ কোটি ৩৫ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ৬ হাজার ৭০৯ কোটি ১৬ লাখ টাকা।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে ১ হাজার ৪৯২ কোটি ২৯ লাখ টাকা। বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৬১০ কোটি ৯২ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ১১৮ কোটি ৬৩ লাখ টাকা।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১৭২টির, দর কমেছে ১৬৮টির ও দর অপরিবর্তিত রয়েছে ৫৭টির। শেয়ার লেনদেন হয়নি ১৬টি কোম্পানির।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২১৮.৬৯ পয়েন্ট বা ১.৫২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫২২ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসই-৩০ সূচক ২.২৯ শতাংশ বেড়ে ১২ হাজার ২৪ পয়েন্টে, সিএসসিএক্স ১.৬২ শতাংশ বেড়ে ৮ হাজার ৮৪৩ পয়েন্টে, সিএসআই সূচক ১.০৪ শতাংশ বেড়ে ৯৩৫ পয়েন্টে এবং এসইএসএমইএক্স (এসএমই ইনডেক্স) ১.০২ শতাংশ বেড়ে ২ হাজার ৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯৪ হাজার ১৪২ কোটি ৭৬ লাখ টাকা। বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবসে সিএসইর বাজার মূলধন ছিল ৬ লাখ ৮৮ হাজার ৩৯৬ কোটি ২৬ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ৫ হাজার ৭৪৬ কোটি ৪৮ লাখ টাকা।

বিদায়ী সপ্তাহে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে ৪৬ কোটি ৮৮ লাখ টাকা। বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২৬ কোটি ৯৬ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে ১৮ কোটি ৯২ লাখ টাকা।