ছবি-সংগৃহীত।
ঢাকা //
আওয়ামী সরকারের প্রেস উইংয়ের কাজই ছিল নিউজ বন্ধ করা। তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এমন কিছু করছে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
ওয়েজ বোর্ড সিস্টেম বাতিল করে নূন্যতম বেতন চালু করা উচিত বলে মনে করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন ওয়েজ বোর্ড সিস্টেম ত্রুটিপূর্ণ।
রোববার (২২ ডিসেম্বর) দুপুরে গণতান্ত্রিক পুর্নগঠনের জন্য সংলাপ-গণমাধ্যম প্রসঙ্গের এক আলোচনায় এ কথা বলেন তিনি।
একটা বেসিক বেতনের নিচে যেন সাংবাদিকদের নিয়োগ না করা যায়। নূন্যতম বেতনের আইন কঠোরভাবে প্রয়োগ করতে হবে। নূন্যতম বেতনের বাইরে কেউ নিয়োগ দিলে তাদের বন্ধ করে দিতে হবে। আন্ডারগ্রাউন্ড পত্রিকাগুলোর উন্মোচন করা উচিত। ওদের কারণেই সাংবাদিকরা কম বেতন পাচ্ছে বলে মন্তব্য করেন শফিকুল আলম বলেন।
শফিকুল আলম বলেন ,সংবাদের ক্ষেত্রে কনটেন্ট প্রটেকশন দিতে হবে। যারা অরিজিনাল কনটেন্ট করেন তাদের কপিরাইট প্রটেকশন দিতে হবে। সাংবাদিকতা কোনো সস্তা জিনিস নয় বলেও মন্তব্য করেন শফিকুল আলম। গণমাধ্যমের বিভিন্ন ব্যর্থতা চিহ্নিত করে তার পুনরাবৃত্তি বন্ধ করার ব্যাপারেও জোর দেন তিনি।সাংবাদিকদের একটি শক্তিশালী ইউনিয়ন লাগবে বলে জানান তিনি।ইউনিয়নগুলোকে স্বাধীন করতে সংস্কারের চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার বলেন শফিকুল আলম ।
আপনাদের যে কোন মতামত আমরা সাদরে গ্রহণ করব।
Editor and Publisher : Nityananda Sarkar,
News Editor- Arun Sarkar.