• ২৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা সফর, ১৪৪৭ হিজরি

রোহিঙ্গা অনুপ্রবেশ বাংলাদেশের ভবিষ্যতের জন্য অশনিসংকেত: পররাষ্ট্র উপদেষ্টা

admin
প্রকাশিত ২২ ডিসেম্বর, রবিবার, ২০২৪ ১৬:৩০:৪৫
রোহিঙ্গা অনুপ্রবেশ বাংলাদেশের ভবিষ্যতের জন্য অশনিসংকেত: পররাষ্ট্র উপদেষ্টা

ফাইল ছবি।
ঢাকা //


পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, নীতিগত ভাবে সিদ্ধান্ত না থাকলেও গত দুই মাসে ৬০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশে করেছে। এই অনুপ্রবেশ ভবিষ্যতের জন্য অশনিসংকেত হিসেবে আখ্যা দিয়েছে বাংলাদেশ। রোববার (২২ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ব্যাংককে মিয়ানমারের সাথে সীমানা থাকা পাঁচটি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের ইনফরমাল কনসালটেশনে রোহিঙ্গা ইস্যুতে আলোচনা হয়েছে। সেই বৈঠকে রোহিঙ্গা সমস‍্যা সমাধান না হলে মিয়ানমারে শান্তি ফিরে আসবে না বলে উল্লেখ করা হয়েছে। আগামী এক দশক পর পরিস্থিতি আরও ভয়াবহ হবে। তাতে আঞ্চলিক সব দেশই ক্ষতির মুখে পড়বে।

তিনি আরও বলেন, গত ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত এই অনানুষ্ঠানিক বৈঠকে মিয়ানমার সীমান্ত নিরাপত্তা, অপরাধ ও ভবিষ্যৎ রাজনৈতিক ব‍্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে। এতে বাংলাদেশ, মিয়ানমার, ভারত, লাওস, চীন, থাইল্যান্ড যুক্ত ছিল।

সংবাদ পড়ুন ও আমাদের সাথেই থাকুন।