• ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

শায়েস্তাগঞ্জে বাসচাপায় পথচারী নিহত

admin
প্রকাশিত ২২ ডিসেম্বর, রবিবার, ২০২৪ ১৭:৩৫:০৪
শায়েস্তাগঞ্জে বাসচাপায় পথচারী নিহত

প্রতীকি ছবি।
স্টাফ রির্পোটার, হবিগঞ্জ থেকে //


ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার চৌধুরী ফিলিং স্টেশনের সামনে বাসচাপায় এক পথচারী নিহত হয়েছেন।

শনিবার (২১ ডিসেম্বর) রাত আনূমানিক ৮টার দিকে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহি ইউনিক পরিবহনের চাকায় পিষ্ট হয়ে ওই পথচারীর মৃত্যু হয়।

মৃত ব্যক্তি হলেন- মেহেরপুর সদর উপজেলার কাঠালপুতা গ্রামের মৃত আজিজ বক্সের ছেলে আজগর আলী (৫৫)।

জানা গেছে, শনিবার ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি যাত্রীবাহি ইউনিক পরিবহন বাস রাত ৮টা ৫ মিনিটে চৌধুরী ফিলিং স্টেশনের সামনে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই পথচারী আজগরের মৃত্যু হয়।

এবিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এটিএম মাহমুদুল হক। তিনি বলেন ঘটনার সংবাদ পেয়ে পুলিশ সরেজমিনে পৌছে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। এসময় তিনি বলেন গাড়ি জব্দ করা হলেও ঘাতক চালক পালিয়ে গেছে।