
বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি //
বিগত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বাড়ীর সীমানা নিয়ে দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় গতকাল (২২ ডিসেম্বর) রোববার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় আহত একজনের মৃত্যু হয়েছে।
মৃত ব্যক্তি হলেন- বানিয়াচং উপজেলার পাহাড়পুর গ্রামের গুল মামুদের ছেলে রজব আলী (৩৫)। তিনি গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
উল্লেখ্য যে, বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) মুরাদপুর গ্রামের কাজল মিয়া ও মুহিবুর রহমানের মধ্যে বাড়ীর সীমানা নিয়ে দুইপক্ষের সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ক্লিনিকে নিয়ে ভর্তী করান।
এ বিষয়ের সত্যতা দ্য ডেইলিমর্নিংসান’কে নিশ্চিত করেছেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন।
নিয়মিত সংবাদ পড়ুন ও সঙ্গেই থাকুন।